নিউজ ডেস্ক ও
বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নে নেহাল সর্দারের বাগ সামাজিক ও স্বেচ্ছাসেবী আত্মকর্মস্থান সংগঠন ব্লু জুম সার্কেল অফিস কার্যালয় শুভ উদ্বোধন ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শুক্রবার বাদ মাগরিব নামাজের পর মদনপুর ৬ নং ওয়ার্ডের নেহাল সর্দারের বাগ লাউসার এলাকায় ব্লু জুম সার্কেল এর দোয়া মিলাদের মাধ্যমে অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
এসময়ে ব্লু জুম সার্কেলের সম্মানিত সভাপতি ও জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের সিনিয়র সহ- সভাপতি নূরমোস্তান বক্তব্যে বলেন ব্লু জুম সার্কেল সংগঠন হলো একটি আত্ম কর্মস্থান সংগঠন,আজকে আমাদের ব্লু জুম সার্কেলের দোয়া ও মিলাদের মাধ্যমে অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
আমি ব্লু জুম সার্কেল এর সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই,শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে যেন সমাজের জন্য ভালো কাজ গুলো করতে পাড়ি আমি শিক্ষিত কিন্তু আমি অহংকারী,হিংসুক পরনিন্দাকারী তাহলে সমাজ কে আমি কি দিবো অতএব সামাজিক কাজ বলেন আর যে কোন জায়গায় আপনি কাজ করেন আপনার সুন্দর একটি মন এবং ভালো মানুষ হতে হবে তাহলে আপনার ধারায় সমাজ এবং জাতির কল্লান সাধিত হবে।এসময়ে উপস্থিত ছিলেন,ব্লু জুম সার্কেলের উপদেষ্টা মো.রাসেল,সভাপতি নূরমোস্তান,সাধারন সম্পাদক মো.মারুফ হাসান,ক্যাশিয়ার মাজহারুল ইসলাম,সদস্য রিপন,রাসেল,মাসুদ,সোলেমান,কাউসার রেজাউল,আবদুল্লাহ,আজিজুল,রুবেল,ফাহিম, নূরআলম,জাহাঙ্গীর,সিফাত সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ময়মুরুব্বিগনউপস্থিত ছিলেন।