1. admin@newsswadeshbangla24.com : admin :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা আশরাফের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল - নিউজ স্বদেশ বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বন্দর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের স্বপ্নকে মূল্যায়ন করেছেন: বিএনপির নির্বাহী সদস্য মান্নান নারায়ণগঞ্জ-৩ বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,তাজরুল ইসলাম তাজুল তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি সোনারগাঁয়ে যুব দলের আহবায়ক স্বপনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাড়ি বহর নিয়ে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সম্মুখযোদ্ধা হচ্ছে যুবদল -খাইরুল ইসলাম সজিব সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা আশরাফের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিউজ স্বদেশ বাংলা ডেস্ক ঃ
সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার আশরাফুল আশরাফ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর অসামান্য দূরদর্শিতা,ইস্পাতকঠিন সততা আর গভীর দেশপ্রেম তৎকালীন জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি কেবল বাংলাদেশী জাতীয়তাবাদেরই প্রবক্তা ছিলেন না,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর বলিষ্ঠ অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।”
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফ বলেন,শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং ১৯ দফা কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী,সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে,তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করছি।”তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন নির্বাচনে অংশ নিবেন ইনশাল্লাহ আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরবো।
এসময় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সকলের মাঝে রান্না করা খাবার( খিচুড়ি) বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম, রিপন, শফি,মতি,গুলজার,সলু,কামাল,জিয়া,অনিক, ইমন,জুয়েল,সালাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park