
নিউজ স্বদেশ বাংলা ডেস্ক ঃআধুনিক, উন্নত ও সমৃদ্ধ আসন গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সফলতা কামনা করে আলোচনা দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫টার সময় মুছাপুর ইউনিয়ন লাঙ্গলবন্দ বাজার রাজ ঘাট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সফলতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। বক্তব্যে বলেন,বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন ও ভালোবাসায় ও মূল্যবান ভোটের মাধ্যমে আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি । সেই প্রতিদান ও ভালোবাসার কথা আমি কোনোদিন ভুলব না। এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থীতা ঘোষণা করেছি। আশা করি অতীতের মতোই আপনারা আমার পাশে থাকবেন এবং নারায়ণগঞ্জ-৫ সদর- বন্দরবাসী আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।তিনি আরও বলেন, জনসেবাকে আমি ইবাদত মনে করি। আল্লাহ আমাকে যদি এই দায়িত্ব দেন, এখনো আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।এ সময়, নারায়ণগঞ্জ ৫ সদর-বন্দর আসনের ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দোয়া আলোচনা শেষে সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন মুছাপুর ইউনিয়নের লাঙ্গল বন্দ বাজার নির্বাচনী প্রচার প্রচারণা করেন।