নিউজ ডেস্কঃ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের মদনপুর-গাজিপুর এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁয়ে বস্তল এলাকায় রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ওই চলন্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের সামনে থাকা হেলপার সায়মন আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হেলপার সায়মনের হাতের অংশ পুড়ে গেছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে স্থানীয়রা। ট্রাকে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি যানচলাচল স্বাভাবিক রাখতে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সড়িয়ে নেওয়া হয়েছে।