নিউজ ডেস্ক ঃ- নারায়নগঞ্জের বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন কাজীপাড়া উম্মুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যেগে তিন দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের তৃতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রফেসর ড.একে লুৎফর কবির(ফার্মেসী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। প্রধান বক্তা মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব, হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী, নুরে আলম সিদ্দিকী, মাওলানা মুফতি আমির হামজা ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জামাল উদ্দিন মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন, এড: মোসাদ্দেক হোসেন, ব্যাংকার গোলজার হোসেন স্বপন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি ও মাদ্রাসার সভাপতি ডাক্তার আবুল হোসেন বাবুল, মাদ্রাসার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান জামান, আব্দুল হক সুপার মার্কেটের স্বত্বাধিকারী রুহুল আমিন, মুসাব্বির ভূইয়া রাসেল।
প্রধান অতিথি বলেন, ওয়াজ মাহফিল হলো আত্বসুদ্ধির স্থান। তাই জীবনের পরিপূর্ণ রুপে গড়ে তুলতে আমাদের সকলের উচিত মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখা।
সভাপতি লুৎফুল কবির বলেন, ইসলামি আদর্শে সুশিক্ষা পেতে আমাদের সন্তানদের উচিত মাদ্রাসায় ভর্তি করা। কারন দ্বীনি শিক্ষার একমাত্র পথ হলো মসজিদ মাদ্রাসা ও আল্লাহ রাসুলের পথ অনুকরন অনুসরণ করা।
মুফতি সাঈদ বলেন, আমাদের সমাজ থেকে সুদ ঘুষ পরিহার করতে হবে। অন্যায় অবিচার চাটুকারীতা বন্ধ করতে হবে। নবীজীর আদর্শে অনুপ্রানীত হতে হবে। তবেই সমাজ তথা রাষ্ট্রের কল্যান বয়ে আনবে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খন্দকার আব্দুল বাতেন মাষ্টার, বাবুল হোসেন মেম্বার, দেওয়ান মো: বাদল, মোস্তফা মেম্বার, মোহাসীন সহ স্থানীয় মুসল্লী ও মাদ্রাসার পরিচালনা কমিটিবৃন্দ।