শাহিন সাকি ঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা স্কুল এন্ড কলেজে নবীন বরণ, পুরস্কার বিতরণী, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকা হতে বিকেল ৪টা পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, বিশেষ অতিথি হিসেবে অভিভাবক সদস্য মাহাবুব পারভেজ, মোঃ রাশেদ ও সংরক্ষিত অভিভাবক সদস্য শিউলি আক্তার ও কো-অপ্ট সদস্য আব্দুল নূর উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে নবীনদের বরণ করে নেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।